Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল, ২০২৫) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্র্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়।

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। উপাচার্য আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে ৩০ চৈত্র (১৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

/এমএ

Exit mobile version