পাবিপ্রবি প্রতিনিধি: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি চলমান বৈষম্য নিরসন ও ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবির লিখিত বিবৃতি পাঠ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে:-
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। কোটার মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবেনা।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী বা সমমানন পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারিদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
৩. ইঞ্জিনিয়ারিং এবিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় তারা এধরনের কর্মসূচি চলমান রাখবে।
সমাবেশে প্রকৌশল অনুষদের একজন শিক্ষার্থী বলেন, ‘ আমাদের এই দাবি যৌক্তিক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত শিক্ষার্থীরা যে ৬ দফা দিয়েছে তার মধ্যে ৩টি দফা আমাদের প্রতি বৈষম্য করা হয়। তারা তাদের যৌক্তিক দাবি করুক কিন্তু আমরা তাদের সাপোর্ট দিব। কিন্তু তারা সরকারি চাকরির ক্ষেত্রে আবার কোটা পদ্ধতি চাচ্ছে। তারা বিএসসি না করেও তাদের নামের পূর্বে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করে থাকে যা কোন ভাবেই যৌক্তিক নয়।’
জাহিদুল ইসলাম/এমএ