রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

পারভেজ হত্যার বিচার চেয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হোসাইনের হত্যার বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।

গতকাল (২০ এপ্রিল)  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হোসাইনের হত্যার বিচারে সারাদেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশর নির্দেশনা প্রধান করেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২১ এপ্রিল) পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সকাল ১১ টার দিকে কলেজ প্রাঙ্গনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সমাবেশটির নেতৃত্ব দেন অত্র কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ও সাধারণত সম্পাদক রবিউল ইসলাম রুবেল। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিল।

সমাবেশের ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন বলেন, বিগত ২ দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী, আমাদের সহযোদ্ধা ভাই পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আপনারা যারা সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ দেখেছে একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে হত্যা করা হয়।

এইছাড়াও অত্র কলেজের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেজ ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বখাটে সন্তাসীরা তুসার হৃদয় সহ আমাদের সেই শিক্ষার্থী ভাইকে খুন করেছে তার প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এই ঘটনায় যারা প্রকৃত ভাবে দোষী তাদের আমরা শাস্তি কামনা করছি।

আমরা চাচ্ছি এই ঘটনা যাতে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো ক্যাম্পাসে না ঘটে। আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সবাই রাজনীতি করবে যার যার মত আছে সে প্রকাশ করবে, কিন্তু এখানে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তার জবাব আমরা শক্তভাবে দিব।

এর আগে গত ১৯ এপ্রিল শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, জাহিদুল প্রাইম এশিয়া  বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। এইছাড়াও তিনি ছিলেন ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

জুয়েল আজম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর