বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
spot_img

পারভেজ হত্যার প্রতিবাদে নীসক ছাত্রদলের মানববন্ধন

সেলিম রেজা, নীলফামারী: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপস্হিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি সহ ছাত্রদলের নেতাকর্মী।

বক্তারা এ সময় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম  পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন।

এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর