Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কেবি কলেজে রোভার স্কাউটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

কেবি কলেজে রোভার স্কাউটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) রোভার স্কাউট ইউনিটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় কেবি কলেজের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা” লক্ষ্যকে সামনে রেখে কেবি কলেজের ৩২ জন নতুন শিক্ষার্থী দীক্ষা লাভ করেন। ওই শিক্ষার্থীদের বয়স ১৭ পূর্ণ হওয়ায় তারা এই দীক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবি কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য মিসেস ফারজানা আজিজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ও স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সিন্ডিকেট সদস্য ও অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের এ. এল. টি মো. রাকিব উদ্দিন এবং সার্বিক সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার এবং বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি তরুণদের মধ্যে নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের গুণাবলি গড়ে তোলে। আজ যাঁরা দীক্ষা নিচ্ছেন, তাঁরা আগামী দিনের নেতৃত্বে অবদান রাখবেন।”

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version