শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

রাবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন হলো জিএসটি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রাবিপ্রবি কেন্দ্রে মোট ৫৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, অনুপস্থিত ছিলেন ৪৪ জন। উপস্থিতির হার ছিল ৯২.৩৭ শতাংশ।

পরীক্ষা শুরুর আগে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান মুক্তিযুদ্ধ কর্নারে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এরপর তিনি কেন্দ্র পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আজকের পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের অংশীদার। তাদের জন্য একটি ইতিবাচক ও ছাত্রবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে।”

ভর্তিচ্ছুদের সহযোগিতায় রাবিপ্রবির শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা গরম উপেক্ষা করে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অভিভাবকরা প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফাইরুজ মেহেদী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর