শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার শামসুজ্জামান রতনের মৃত্যুতে কৃষিবিদ শামীমের শোক বার্তা

বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ শামসুজ্জামান রতন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শামসুজ্জামান রতন ছিলেন বাকৃবির এক সময়ের সাহসী, ত্যাগী ও নিবেদিত প্রাণ ছাত্রনেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার এক দুর্দিনের নির্ভরযোগ্য নেতা ছিলেন। পাশাপাশি তিনি বাকৃবির সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ্যাব এবং কেআইবি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

শোকবার্তায় কৃষিবিদ শামীম বলেন, “জাতীয়তাবাদী শক্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। সত্য, ন্যায় ও নীতিতে অবিচল এই মানুষটি জাতীয় জীবনে চলার পথে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন। বাকৃবিতে ছাত্রদল গঠনে তার ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে সবার প্রতি আহ্বান জানান মরহুমের জন্য দোয়া করার, যেন মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর