শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

৩২ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; নির্বাচন ৩১ জুলাই

জাবি প্রতিনিধি: আগামী ৩১ই জুলাই নির্বাচনের দিন উল্লেখ করে দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১লা মে) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

তফসিলে ঘোষণা করা হয় – ভোটার খসড়া ও আচরণবিধি প্রকাশিত হবে ১২ই মে। ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি সম্পর্কে আপত্তি গ্রহণ শেষে ৩০ই জুন চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১লা জুলাই থেকে ৩রা জুলাই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমাদান শেষে ৯ই জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ই জুলাই প্রার্থীর বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহন ও ১৩ই জুলাই আপিলের রায় প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৪ই জুলাই। ১৫ই জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৩১ই আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

হল সংসদ নির্বাচনের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, “হল সংসদের বিষয়ে প্রাধ্যক্ষের সাথে সমন্বয় করে নীতিমালা প্রণয়ন করা হবে।”

নিরাপত্তা প্রশ্নে নির্বাচন কমিশনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, “নির্বাচনের আগে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচনকালীন সময়ে কঠোরভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।

জাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, বিভাগ প্রতিনিধি ও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তারা জাকসু নির্বাচনটি যেন সুষ্ঠু, সুন্দর, প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত হয় এ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালের পর দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন হতে যাচ্ছে।

আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর