শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ময়মনসিংহ জেলার ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’র আহবায়ক কমিটি গঠিত

বাকৃবি প্রতিনিধি: দেশের চিন্তাশীল ও বুদ্ধিজীবী জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত সংগঠন “মুক্ত চিন্তা বাংলাদেশ”-এর ময়মনসিংহ জেলা শাখার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

বৃহস্পতিবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

“মুক্ত চিন্তা বাংলাদেশ”এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কাশেম হায়দার স্বাক্ষরিত নতুন কমিটিতে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক ও সমাজসেবকরা অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হিসেবে প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক দায়িত্ব পালন করবেন।

তাছাড়া অধ্যক্ষ ড. মো. শাহজাহান, অধ্যক্ষ ড. মোশাররফ উদ্দিন ভূঁঞা, অধ্যক্ষ ড. মো. সামছুল আলম ভূঁঞা, অধ্যক্ষ ড. হুমায়ুন কবীর, অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ডা. পারভেজ শামস, অধ্যক্ষ ড. মো. আমীর হোসেন, অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ (লিটন), অধ্যক্ষ ড. মো. শহীদুল ইসলাম, ডা. ঈশা খান রাজ, কৃষিবিদ ড. মো. ছরোয়ার হোসেনসহ মোট ৫৬ জন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য সচিব ও বাকৃবির অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “আমরা চাই চিন্তা ও গবেষণার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ কেবল একটি সংগঠন নয়, এটি একটি চেতনাকে ধারন করে—যেখানে বুদ্ধিবৃত্তিক চর্চা, সাহসী মতামত, এবং সমাজের নানাবিধ সংকটের গঠনমূলক সমাধানই আমাদের পথচলার মূল চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, চিন্তা-ভাবনার স্বাধীনতা থাকলেই একটি জাতি সত্যিকার অর্থে উন্নত হতে পারে।”

উল্লেখ্য, লেখালেখি, গবেষণা এবং সমাজের বিভিন্ন সেক্টর নিয়ে গবেষণা ও নীতিগত পর্যালোচনাই সংগঠনটির উদ্দেশ্য।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর