ববি প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, সহ–উপাচার্য গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাশেম সাক্ষরিত তিনটি পৃথক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশ অনুসারে তাদেরকে অব্যাহতিপূর্বক মুলপদে যোগদান প্রদান করা হয়।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমি শিক্ষার্থীদের নিয়েই কাজ করতে চাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে।
উল্লেখ, ববি উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে গত ২৯দিন ধরে আন্দোলনে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের শুরুতে ৪ দফা দাবি না মেনে নেওয়ায় শিক্ষার্থীরা ১দফায় উপাচার্যে আন্দোলন করেন। এতে প্রশাসনিক ভবনে তালা, উপাচার্যের বাসভবনে তালা লাগানো সহ পুরো বিশ্ববিদ্যালয় শার্টডাউন ঘোষনা করা হয়। এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
সাইফুল/এমএ