শনিবার, আগস্ট ২৩, ২০২৫
spot_img

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাকৃবিতে শিবিরের কুরআন বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা, যা ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে ওই কর্মসূচি শুরু হয়। এসময় কুরআন বিতরণের পাশাপাশি ছাত্রশিবিরের ঐতিহাসিক কুরআন দিবস সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয়। শিক্ষার্থীরা সেখানে আগ্রহসহকারে উপস্থিত হয়ে পবিত্র কুরআন গ্রহণ করেন।

এসময় উদ্যোক্তারা জানান, “কুরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১২শ কপি কুরআন বিতরণের লক্ষ্য নিয়ে আমরা আমাদের কর্মসূচিটি পরিচালনা করছি। ইতোমধ্যে প্রায় অর্ধসহস্রাধিক কপি বিতরণও করেছি।”

বাকৃবির শিক্ষার্থী মাসুম বিন সিদ্দিক বলেন, “আমি আজকে কুরআন বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি, এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক হবে।”

এসময় বাকৃবির আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল-মামুন বলেন, “ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরআন উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। কারণ, কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের দিকনির্দেশনা দেয় এবং সঠিক পথে চলতে সহায়তা করে। একজন মুসলিম হিসেবে আমাদের সবারই নিয়মিত কুরআন ও হাদিসের চর্চা করা উচিত।”

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম জানান, ১১ মে কুরআন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের মানুষের মাঝে কুরআন উপহার দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সেদিন আবহাওয়া প্রতিকূল থাকায় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি বলেন, “আজ আবহাওয়া অনুকূলে থাকায় আমরা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছি এবং আগ্রহীদের মাঝে কুরআন বিতরণ করছি। আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালানো।”

তিনি আরও যোগ করেন, “কর্মসূচির স্থানে একটি পরামর্শ বাক্স রাখা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাদের মতামতের ভিত্তিতে আমরা ভবিষ্যতের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করবো। আমি সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাই, আপনারা আমাদের পরামর্শ দিন, যেন ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং বিশ্ববিদ্যালয়জুড়ে একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে।”

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর