বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
spot_img

চবি ক্যাম্পাসে সহিংসতা- ছাত্রলীগ নিয়ন্ত্রিত পেজ থেকে দেয়া হচ্ছে উস্কানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই অনলাইনে আরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিয়ন্ত্রিত একাধিক ফেসবুক পেজ।

ফেসবুকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজ গুলো হলো- বাংলাদেশ ইন্সাইডারস, নিউক্লিয়াস ৭১ ও নাহিদ রেইন্স ও কুদ্দুস ২৪।

শিক্ষার্থীদের অভিযোগ, এসব ফেসবুক পেজে নিয়মিতভাবে উস্কানিমূলক তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এতে সংঘর্ষ আরও ভয়ানক রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ক্যাম্পাসে সহিংসতার বাস্তব পরিস্থিতিকে ঘোলাটে করতে এবং সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে অপপ্ররোচনামূলক বার্তা ছড়ানোই এসব পেজের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে এমন উস্কানিমূলক কার্যক্রম বন্ধ না হলে চবির উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর