শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররাজনীতি চালুর দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করা, স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আল-মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকারের নেতৃত্ব জয়বাংলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বিকে হলে সিট ফিরিয়ে দিতে হবে। এ ছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী শিক্ষার্থীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীসহ বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভ শুরু করে বুয়েট শিক্ষার্থীরা। এই ঘটনায় ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে বুয়েটে ছাত্ররাজনীতিতে চালু ও ইমতিয়াজকে হলে সিট ফিরিয়ে দেওয়ার দাবিতে পাল্টা কর্মসূচি দেওয়া হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বিভিন্ন ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই মানববন্ধন পালন করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মোঃ সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর