শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, ১২ দিন বন্ধ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৫ এপ্রিল বিকাল ৩.০০ টা থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা হল, দোলন-চাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলসমূহ বন্ধ থাকবে। খোলা হবে ১৭ এপ্রিল সকাল ৬.‌‌০০ টায়।

গত সোমবার (১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল, পরিচালক, ছাত্রপরামর্শ ও নিদের্শনা এবং প্রক্টর সমন্বয়ে অনুষ্ঠিত ১৭ তম সাধারণ সভার সিদ্ধান্ত- ০২ মোতাবেক এবং এই বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে আগামী এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ টা হতে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৫.৫৯ ঘটিকা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এবং আগামী ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৬.০০ টায় যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।

এমতাবস্থায় হল সমূহে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদেরকে ০৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে হলসমূহ ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উলেক্ষ্য নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মেহেদী উল্লাহ ও হল প্রাধ্যক্ষদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

মো. সাইফুল ইসলাম/ এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর