শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

ইবির নতুন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ’র দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি-র পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এরই অংশ হিসেবে সদ্য বিদায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীনকে ক্রেস্ট দিয়ে বিদায় এবং নতুন ছাত্র উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, চারুকলা বিভাগের সভাপতি মোঃ আখতার হোসেন জিল্লু, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক নয়ন, একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলম সহ শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর