শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ইফতার বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ইফতার পেলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও এই আয়োজনে অন্তর্ভুক্ত ছিলো।

পূর্বে সংগ্রহ করা কুপনের বিনিময়ে বুধবার নজরুল বিশ্ববিদ্যালয়ের চারটি হলের ডাইনিং থেকে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা, দোলনচাঁপা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হলের হাজারের অধিক আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেন্দ্রীয় আয়োজনের ইফতার সামগ্রী গ্রহণ করে। এসময় ইফতার গ্রহন করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

এর আগে ১ ও ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইফতার সংগ্রহের কুপন সংগ্রহ করার সু্যোগ দেয়া হয়। কোনোপ্রকার ফি বা চাঁদা ছাড়াই প্রশাসনিক ফান্ড থেকে এই আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে ৩ এপ্রিল নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার ড. আতাউর রহমান সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গরা স্বশরীরে ইফতার বিতরণ পরিদর্শন করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছুটির ঠিক আগের দিনই এই আয়োজন করায় ক্ষুব্ধ হয়েছেন অনেক শিক্ষার্থী। তারা বলছেন, ইতিমধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরাই হল ছেড়ে বাসায় চলে গেছে। কম সংখ্যক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দেয়া ইফতার পাচ্ছে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে ইফতার না দেয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তারা।

মোঃ সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর