সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চলতি বছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ফিতরার পরিমাণ ৩৩০০ টাকা এবং যাকাতের ন্যূনতম নিসাব নির্ধারণ করা হয়েছে ৮৮,২০০ টাকা।
আজ ১০ মার্চ, ৯ রমজান (সোমবার) ঈশ্বরদী উপজেলা উলামা পরিষদের উদ্যোগে জামি’আ ছিদ্দীকিয়া আমবাগান মাদ্রাসায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিষদের সদস্যরা ছাড়াও ইমাম-মুয়াজ্জিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
বৈঠকে গম ও আটার বাজারদর বিশ্লেষণ করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। ঈশ্বরদী ও আশপাশের এলাকার জন্য নির্ধারিত এই হার অনুযায়ী সবাইকে যথাসময়ে ফিতরা আদায়ের আহ্বান জানানো হয়েছে।
/এমএ