বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
spot_img

আ.লীগের ‘আ’ লিখতে ১০ বছর লাগবে, কিশোরগঞ্জে ফজলুর রহমান

মাসুম আহমেদ, কিশোরগঞ্জ: আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আল্লাহর কাছে বলেছিলাম শেখ হাসিনার পতন না দেখিয়ে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ আমার কথা শুনেছে। আওয়ামী লীগের ‘আ’ লিখতে ১০ বছর লাগবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আন্দোলন করে হাসিনাকে তাড়িয়েছি, আগে জাতীয় নির্বাচন চাই পরে হবে স্থানীয় নির্বাচন। যদি নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে বিএনপি তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।

এসময় ফজলুর রহমান জামাতকে উদ্দেশ্য করে বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বিএনপিকে লাল চোখ দেখাবেন না। ১৮ বছর বিএনপির জামার নিচে লুকিয়ে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ি আঁচল দিয়ে আপনাদের সন্তানের মত লুকিয়ে রেখেছেন। এখন একটু সুযোগ পেয়েছেন। এমনিতে স্লোগান দেওয়ান নৌকা-ধানের শীষ দুই সাপের এক বিষ। আপনারা মোনাফেক। আপদেরকে যারা আশ্রয় দিয়ে পাললো সামান্য একটু সুযোগ পাইছেন সব দখল করে ফেলেছেন। এখন বলছেন নব ক্ষমতা আমরা নিবো বিএনপি আর আসতে পারবেনা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজুলর রহমান বলেছেন, ‘হাসিনার সময় ছিল গভীর অন্ধকার। কিন্তু টর্চলাইট মারলে দেখা যেত। আর এখন গভীর কুয়াশা। দুইটা লাইট জ্বালালেও গাড়ি চলতে চায় না। ইউনূস সাহেব, দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে মানুষ এটা আশা করে না। এই দেশে সর্বপ্রথম হবে পার্লামেন্ট ইলেকশন। চক্রান্ত কইরেন না, চক্রান্ত করা ভালো না।’

জনসভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, অ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাড. জালাল মুহাম্মদ গাউস, অ্যাড. জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, আমিনুল ইসলাম আশফাক, সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চপল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সদস্যসচিব শহীদুল্লাহ ‍কায়সার, ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভীনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর