মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
spot_img

কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার বায়তুল মোকাররমের পূর্ব গেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

মহাসম্মেলনে বক্তারা বলেন, মিথ্যা নবুওয়াতের দাবিদার কাদিয়ানীদেরকে এ দেশে কাফের ঘোষণা করতে হবে। মুসলিম পরিচয়ে বসবাস করে সাধারণ মুসলমানদের ধোঁকাবাজি করা মেনে নেয়া হবে না। তাদের ধর্ম-পরিচয় হবে, তারা কাদিয়ানী। মুসলিম নাম নিয়ে তাদের এ দেশে থাকতে দেওয়া হবে না।

বক্তারা আরো বলেন, কাদিয়ানীদের উপাসনালয়গুলোকে মসজিদ পরিচয় দেওয়া যাবে না। তাদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। ইসলামের নামে রচিত তাদের সব ধর্মগ্রন্থ অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তথাকথিত আহমদিয়া সম্প্রদায় নামে তাদের সব অপ-তৎপরতা অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যারা নতুনভাবে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন কাদিয়ানীদেরকে তারা অমুসলিম ঘোষণা করার সমর্থন করবেন বলে আমরা আশাবাদী।

সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর