বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

চুক্তি ছাড়াই ফেনী নদী থেকে পানি নিচ্ছে ভারত

ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশের অভ্যন্তরে হলেও এই নদীর উপর একক আধিপত্য বিস্তার করে চলেছে ভারত। কোন ধরনের চুক্তি ছাড়াই গত প্রায় এক যুগ ধরে ৫০টির মতো স্থানে পাম্প বসিয়ে ফেনী নদী থেকে অবিরাম পানি তুলে নিচ্ছে। 

ফ্যাসিস্ট শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ভারত ফেনী নদী থেকে আরো ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন করতে পারবে। পক্ষান্তরে নিজ দেশের নদীর পানি ব্যবহার করতে গেলে বাংলাদেশের কৃষকদের অস্ত্র উচিয়ে হুমকি দিচ্ছে বিএসএফ।

ভারতের এক তরফা আগ্রাসনে পানি শুকিয়ে অসংখ্য চর জেগে উঠেছে ফেনী নদীতে। যে দিকে চোখ যায় শুধুই বালুচর। বলতে গেলে খরস্রোতা ফেনী নদী এখন মৃতপ্রায়। এ অবস্থায় ভারতে ইনটেক ওয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরি সেচ প্রকল্প হুমকির মুখে পড়ার আংশকা দেখা দিয়েছে। আর এ সমঝোতা স্মারকের প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের একদল সন্ত্রাসীর নির্মম নির্যাতনে নিহত হন।

ফেনী নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায়। চট্টগ্রামে মিরসরাইয়ের আমলীঘাট পর্যন্ত প্রায় ৮৫ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা হিসেবে চিহ্নিত। এক সময় এই ফেনী নদী ছিল খাগড়াছড়ি জেলার রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার অধিবাসীদের পরিবহন ও যাতায়াতের অন্যতম মাধ্যম। ফেনী নদীর বুক চিরে এক সময় বড় বড় সওদাগর নৌকা চলত, অথচ সে নদীতে এখন গোসল করারও পানি নেই। পানির অভাবে নাব্যতা হারিয়ে এক কালের স্রোতস্বিনী ফেনী নদী রূপ নিয়েছে বালুচরে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে,ভারতের ভিতর থেকে যে সব ছড়া-নালা দিয়ে পানি এক সময় ফেনী নদীতে এসে পড়তো সেখানে বাধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে। আর ফেনী নদীর তীরের ২০ থেকে ৫০ গজের মধ্যে অবৈধভাবে পাকা হাউজ নির্মাণ করে মাটির নীচ দিয়ে নদীতে পাইপ ফেলে পানি তুলে নিয়ে যাচ্ছে ভারত। ফেনী নদীতে ভারতীয় পক্ষের এ ধরনের পানির পাম্প রয়েছে ৩৭টি স্থানে। যা দূর থেকে বোঝার কোন সুযোগ নেই। এই সব পাম্প দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭৫ কিউসেক উত্তোলন করছে ভারত। আর এ পানি দিয়ে ফেনী নদীর তীরে সবজিসহ নানা প্রজাতির ফসলের চাষ করছে ভারতের কৃষকেরা। কিন্ত বাংলাদেশের কৃষকরা ফেনী নদীর পানি তুলতে গেলে যত বিপত্তি। বন্দুক উচিয়ে তেড়ে আসে বিএসএফ। কখনও কখনও নদীতে গোসল করতে গেলেও বাধা দেওয়া হয় এমন অভিযোগ ফেনী নদীর তীরবাসী ও কৃষকদের।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর