রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

খালিদ হাসান, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ১০০ পিস ইয়াবা’সহ ইউসুফ আলী শেখ(৬৩) নামে এক মাদক কারবারি আটক।

শনিবার (১৪ডিসেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহা সড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে আটক করা হয়।

আটককৃত  ইউসুফ আলী শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের আঃ হাকিম শেখের ছেলে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখালী বাস স্ট্যান্ডে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি পালানোর চেষ্টার সময় তাকে আটক করে দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়।

তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ইউসুফ আলী শেখের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধিন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর