বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
spot_img

আদমদীঘিতে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আ.লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন কল্পে আজ (২৩ জুন) রবিবার সকাল সাড়ে সাত ঘটিকার সময় আদমদিঘী বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা সাড়ে এগারো ঘটিকায় সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খোন্দকার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপাসহ সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর