Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভারত পালানোর সময় সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক আটক

ভারত পালানোর সময় সিটি কর্পোরেশন হিসাব রক্ষক আটক

ছবি: জনতার বার্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক আটক করেছে ৫৯ বিজিবি। দুপুরে সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃত ওই হিসাব রক্ষের নিজামুল হোদা, তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক পদে কর্মরত রয়েছেন। 

এসময় ওই কর্মকর্তা কাছ থেকে বিজিবি নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, আতকিত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই তিনি দেশ ত্যাগে চেষ্টা করলে তাকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, আটকৃত ওই কর্মকর্তাকেশিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মো: হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version