সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

অপরাধ আর ভুল এক নয়, সংবাদ সম্মেলনে আমীরে জামায়াত

বর্তমান সময়ে চলমান পরিস্থিতি নিয়ে নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক পরিস্থিতিতে বিগত আওয়ামী সরকারের চাপে প্রায় ১৬ বছর ধরে অবরুদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার ধারাবাহিক কার্যক্রমে গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধ্যায় অফিস চালু করে জামায়াত ও ছাত্রশিবিরের অফিস।

আজ দুপুরে মগবাজারে এলিফ্যান্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন অপরাধ আর ভুল এক জিনিস নয়। অপরাধ হলো ইন্টেনশনালি কোন জাতিকে ক্ষতিগ্রস্থ করার জন্য যা করা হয়, আর ভুল হলো মানুষের জ্ঞানের অভাবে যা করে।
তিনি আরো বলেন, ভুল ক্ষমা যোগ্য আর অপরাধ করলে শাস্তি পেতে হয়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে অপরাধ মাত্রা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আন্দোলনকারী ছাত্রজনতা সহ সকল শহিদ ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড.শফিকুর রহমান মাসুদ, ঢাকা উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড.রেজাউল করিম সহ সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর