সোমবার, আগস্ট ২৫, ২০২৫
spot_img

ধামইরহাটে বিশ্ব মা দিবস পালিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ১২ মে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১২ মে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান। ‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষের সমতা’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শারমিন আকতার সুরভী প্রমুখ।

বক্তাগন মানবজীবনে মায়ের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। সকলেই নিজ নিজ অবস্থা থেকে সকল মা’দের সেবা করার ব্রত নেন।

মো: এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর