শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

ধামইরহাটে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদকদ্রব্য টাইডল ট্যাবলেটসহ বিথী রানী (৪২) ও শান্তি পাল (৪৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪১ পিচ টাইডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা।

গ্রেফতারকৃতরা ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিথী রানী উত্তম কুমার আগারওয়ালার স্ত্রী এবং শান্তি পাল মৃত রতন পালের স্ত্রী। এলাকাবাসীর অভিযোগ, এই দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম রোববার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেলে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় কেন্দ্রীয় শিব মন্দিরের সামনে (হাটখোলা রোড) কয়েকজন নারী টাইডল ট্যাবলেট বিক্রি করছে এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ উভয়কে গ্রেফতার করা হয়।

ওসি রাইসুল ইসলাম আরও বলেন, “গ্রেফতারের পর তাদের শরীর তল্লাশি করে ৪১ পিচ টাইডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, গ্রেফতারকৃত দুই নারীসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মাদক ব্যবসার কারণে উপজেলা ও আশপাশের এলাকার ভ্যানচালক, শ্রমিক, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এছাড়া নেশাখোরদের উৎপাতের কারণে গৃহবধূ ও শিশুরা ঘর থেকে বের হতে পারছে না।

স্থানীয়রা গ্রেফতারকৃতদের বিচার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জোর দাবি জানান।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর