শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সোমবার (১৬ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম মামুন, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক শাফিউজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষার্থীদের উচিত লেখাপড়ার পাশাপাশি মহানবীর (সা.) আদর্শকে ধারণ করে জীবন পরিচালনা করা, তবেই ইহকাল ও পরকালে শান্তি ও সফলতা অর্জন সম্ভব।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাচারি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুস সবুর মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন দেখে বেশ উচ্ছ্বসিত হয় এবং তারা এধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানায়।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর