শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

নওগাঁর মান্দায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মান্দা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম জানান, যুবদলকে সুসংগঠিত করতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পার্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করা হচ্ছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জানান, আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়ে কিছুটা বিচ্ছিন্ন হয়েছে। তাদের মনোবল ফিরেয়ে আনতে সকলকে নিয়ে কাজ করা হচ্ছে।

মান্দা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জান রিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার এনামুল হক, সাদেকুল ইসলাম,শরিফুল ইসলাম বেলাল,ওবাইদুল হক ও সিদ্দিক হোসেন প্রমুখ।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর