নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় ইউসিবি ব্যাংক ধামইরহাট উপশাখার আয়োজনে ব্যাংক প্রাঙ্গণে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলার হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জয়পুরহাট জেলা শাখার ব্যবস্থাপক মো. ফারুক আলম। আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. সামসুল ইসলাম, সহকারী ক্যাশ ইনচার্জ গোলাম সাকলাইন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকগণ।
ইউসিবি ব্যাংক ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. সামসুল ইসলাম জানান, “এই শীতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হতদরিদ্র মানুষ শীতের তীব্র কষ্ট সহ্য করতে বাধ্য হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ চিন্তা থেকেই আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছি।”
কম্বল বিতরণের সময় অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, ইউসিবি ব্যাংক প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। ধামইরহাট উপশাখার মাধ্যমে আয়োজিত এবারের কর্মসূচি বিশেষভাবে সাড়া ফেলেছে, কারণ এতে সরাসরি গরিব ও দুস্থ মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া হয়েছে।
স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ভাবে পরিচালিত হবে।
মোঃ এ কে নোমান/এমএ