শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে অনুপ্রবেশকালে দুইজন আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে দুইজনকে আটক করেছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কালুপাড়া সীমান্তে বিজিবি বস্তাবর বিওপি কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে একজন অনুপ্রবেশকারী এবং অপরজন দালাল। অনুপ্রবেশকারী যশোর জেলার মনিরামপুর থানার পাঁচপুতা গ্রামের আলী মিয়ার ছেলে লাভলু রহমান (৪৫)। আর দালাল ধামইরহাট থানার খড়মপুর গ্রামের আজাহার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।

বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬৩/১ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৭০০ ভারতীয় রুপি এবং ২টি ভারতীয় সিম উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ধামইরহাট থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে (মামলা নং-৪, তারিখ-৭/১/২০২৫)। আটক ব্যক্তিদের সঙ্গে উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪ বিজিবি পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস জানান, “নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে বিজিবির এমন কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোঃ এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর