Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

যাত্রীদের জন‍্য রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা

যাত্রীদের জন‍্য রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎বেতন ও অবসর ভাতা সংক্রান্ত দাবিসমূহ পূরণ না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির অংশ হিসেবে শিডিউল অনুযায়ী ট্রেনে না ওঠায় প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে সারা দেশে রেল যোগাযোগে বিপর্যয় দেখা দিয়েছে।

‎যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা রেলের টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। একইভাবে এসব রুট থেকে ঢাকাগামী যাত্রীরাও এ সেবা পাবেন।

‎উল্লেখ্য, রানিং অ্যালাউন্সের সঙ্গে পেনশন সুবিধা যুক্ত করার বিষয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন না হওয়ায় রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকারসহ সংশ্লিষ্ট কর্মীরা এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিসি বাস সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

/এমএ

Exit mobile version