সোমবার, আগস্ট ১৮, ২০২৫
spot_img

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে আহত কলেজ শিক্ষার্থী আশিকের মৃ’ত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আশিক বাবু (২৪) মৃত্যুবরণ করেছন। আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।

আশিক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন এর সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের ইন্টারমেডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী।

এর আগে, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের যৌথ হামলায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিক। পরে আশিককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলে জানা গেছে।

আশিকের চাচাতো ভাই মো. রেজাউল বলেন, আশিক আমার চাচাতো ভাই। সংসারে সে বড় ছেলে। কুড়িগ্রাম জেলা শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় প্রচুর আঘাত পায়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসক। পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। আজ রোববার দুপুর দেড়টার সময় আশিক মারা গেছে।আশিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি চাই।

কুড়িগ্রাম উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমি বিষয়টা শুনেছি ঘটনা স্থল কুড়িগ্রাম সদরে হওয়ায় আইনগত বিষয়টি সদর থানার আওতাভুক্ত।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি তবে এখনও কাগজপত্র পাইনি।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর