নীলফামারীর প্রতিনিধি: কমিউনিটির মানুষের স্বাস্থ্য ও চিকিৎসকের পরামর্শ গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী সিডিপি একটি ‘স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন ২০২৪’ আয়োজন করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিক ও বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালের প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে রোগীরা তিন ধরণের বিশেষজ্ঞ (চোখ, শিশুরোগ, মেডিসিন) চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। ক্যাম্পেইনে চিকিৎসকরা সর্বমোট ২১০ জন রোগীকে পরামর্শ প্রদান করেন যার মধ্যে চোখের রোগী ছিল ৭০ জন, মেডিসেন রোগী ছিল ৭০ এবং শিশু রোগী ছিল ৭০ জন। এরপাশাপাশি পুষ্টিকর খাবার ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয় ৩৫০ জনের মাঝে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: হাসিবুর রহমান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: মো; আবু হেনা মোস্তফা কামাল, ইউএইচএফপিও, নীলফামারী সদর। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল কাদের, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নীলফামারী সদর, টিকেন্দ্রজিৎ রয় মিরু, প্রধান শিক্ষক রারুণীরডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং সীমান্ত চিসিম, এরিয়া হেড নর্দান। পাশাপাশি নীলফামরী সিডিপির কর্মকর্তা, ভলান্টিয়ার এবং এইচভিএফ বৃন্দ।
ক্যাম্পেইনের শুরতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উদ্যোগটির প্রসংশা করেন এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যত্ন নিতে লোকদের উদ্বুদ্ধ করেন। এসডিজির ৩য় লক্ষ্য অর্জনে আমাদের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
সেলিম রেজা/এমএ