Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জয়পুরহাটে মা-ছেলের একসঙ্গে গ্রাজুয়েশন!

জয়পুরহাটে মা-ছেলের একসঙ্গে গ্রাজুয়েশন!

সংগৃহীত ছবি

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট: পড়াশোনার কোনো বয়স নেই। সেটি আরেকবার প্রমাণ করলেন জয়পুরহাটের  একজন মা। তার বহুদিনের ইচ্ছা ছিল যে তিনি কলেজ থেকে স্নাতক শেষ করবেন। শেষপর্যন্ত তিনি সেটি করলেনও জয়পুরহাটের গৃহবধূ মোছাঃ রানু পারভীন।

নিজের প্রবল আগ্রহের ওপর ভর করে সন্তান মোঃ জাহিদ হাসান(২৫) এর সঙ্গে গ্রাজুয়েশন সম্পূর্ণ করে প্রশংসায় ভাসছেন জয়পুরহাটের এই গৃহবধু।

জয়পুরহাট জেলার কদমগাছী গ্রামে জন্ম মোছাঃ রানু পারভীনের। ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিলেন রানু পারভীন। ১৯৯৪ সালে ভাদসা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। বিবাহের পর সংসার জীবনে গিয়ে আর পড়াশোনা করা হয়ে সুজোগ হয়ে ওঠেনা রানু পারভীনের। পরবর্তীতে সন্তান জাহিদ হাসান ও পরিবারের অনুপ্রেরনায় ২০১৫  সালে পুনরায় পড়াশোনা শুরু করেন  এবং ধারবাহিকভাবে ২০২৪ এ সন্তান জাহিদ হাসানের সাথে গ্রাজুয়েশন (ডিগ্রি) সম্পূর্ণ করেন। 

সন্তান জাহিদ হাসান এবছর জয়পুরহাট সরকারি কলেজের  ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ স্নাতক সম্পূর্ণ করেন।

/এমএ

Exit mobile version