বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ইবির ধর্মতত্ত্ব অনুষদের সাক্ষাৎকার শুরু পহেলা জুন, যা যা প্রয়োজন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদ কর্তৃক স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির সাক্ষাৎকার শুরু হবে পহেলা জুন । সোমবার (২৭ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছুদের প্রথম মেধা তালিকার সাক্ষাৎকার অনুষদ ভবনের চতুর্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আগামী পহেলা জুন থেকে ৩ জুন পর্যন্ত প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এতে মেধাক্রম অনুসারে ৩২০টি শূন্য আসনের বিপরীতে আসন পূর্ণ করা হবে। সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন হতে ০৯ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রাপ্ত বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। পরে বিভাগীয় সভাপতি, ডিন ও হল প্রভোস্টের স্বাক্ষর-সহ ফি পরিশোধ করে একাডেমিক শাখায় জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

বিভাগ পরিবর্তন ইচ্ছুক শিক্ষার্থীরা  ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে । আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশের পর ভর্তিচ্ছুরা ১৪ ও ১৫ জুলাই সাক্ষাৎকার শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমাদান করে ১৬ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মেধা তালিকা (www.iu.ac.bd) ওয়েবসাইটে প্রকশ করা হবে।

সাক্ষাৎকারের সময় অংশগ্রহণকারীদের পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ সদ্য তোলা আট (০৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সাথে নিয়ে আসতে হবে।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর