বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
spot_img

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফিরিয়ে নিতে চান ইবি শাখা ছাত্রলীগ

ইবি প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা; জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক; অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ; ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪ টায় মিছিলটি দলীয় টরেন্ট থেকে শুরু হয়। সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে যারা একশন নিচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থী কিনা জানি না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবেদনশীল। তবে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হলে সাথে সাথে প্রতিহত করতে প্রস্তুত।

সমাবেশে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আমরা খেয়াল করেছি, বাংলা ব্লকেডকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ চক্রান্ত করে দেশে নৈরাজ্য সৃষ্টির নীল নকশা তৈরি করছে। তাদেরকে বলে দিতে চাই, দেশে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, ছাত্র সমাজকে নিয়েই ইবি শাখা ছাত্রলীগ রাজপথে তার দাঁতভাঙা জবাব দেবে। কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবি জানাই।

এদিকে ক্লাসে ফেরার বিষয়ে বলেন, আমাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে নিয়ে। শিক্ষকদের বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিবে।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর