Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নোবিপ্রবিতে পদপ্রাপ্ত ছাত্রলীগ কর্মীর পদত্যাগ

নোবিপ্রবিতে পদপ্রাপ্ত ছাত্রলীগ কর্মীর পদত্যাগ

মোঃ ইয়াকুব আলী।

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ভাষা শহীদ আব্দুস সালাম হল ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক (এসডিজি)

মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে (বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপ) তিনি তার পদত্যাগ পত্রটি শেয়ার করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি মোঃ ইয়াকুব আলী, বাংলাদেশ ছাত্রলীগ ভাষা শহীদ আব্দুস সালাম হল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক। ব্যক্তিগত কারণে উক্ত পদে বহাল থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, কালকে রাতে (১৫ জুলাই) লিখেছিলাম, কিন্তু জমা দেইনি ভাবছিলাম হুট করে ডিসিশন না নিয়ে একটু সময় নেয়া দরকার। কিন্তু আজকে আর পারলাম না নিজেকে ধরে রাখতে। উক্ত পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।”

সাজিদ খান/এস আই আর

Exit mobile version