রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

তোফাজ্জল হ’ত্যার বিচার চেয়ে ববিতে মানববন্ধন

ববি প্রতিনিধি: বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মূল ফটকের সামনে ববির বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন। মোবাইল চুরির সন্দেহে ঢাবি শিক্ষার্থীদের দ্বারা এই এর নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এর পরিপ্রেক্ষিতে ববির বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে সুষ্ঠ বিচার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনভাবেই কাম্য না।একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আমরা চাই শুধু গ্রেপ্তার নয়,দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব রায়হান মুন্না,সেক্রেটারি সাইমম মোস্তফা ইমন, মো রাকিবুল হাসান রাব্বি,মোঃ রিয়াদ হাসান হৃদয়,হাসিবুর রহমান সেফাত ও মোঃ রায়হান প্রমুখ।

সাইফুল/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর