শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

প্রধানমন্ত্রীর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়( ববি) উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ববি প্রতিনিধি: আজ ৩১ মার্চ (রবিবার)২০২৪ তারিখ দুপুর ১.৩০ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় তিনি প্রধানমন্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে ববি উপাচার্য , বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎকালে ববি উপাচার্য, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ২০২২ সালের ১৯ এপ্রিলে ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এবং, গত ০৪ মার্চ ২০২৪ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন।

সঞ্জিতা দত্ত/আর আই এন

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর