সোমবার, মে ২০, ২০২৪
spot_img

এস আই সোহেলের নেতৃত্বে কাঁচিকাটায় অভিযান, গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার: গত ২৭ই মার্চ অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন কাঁচিকাটার দুর্গম চরাঞ্চলে দেওয়ান ও হাওলাদার বংশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে অর্ধ-শতাধিক লোক মারাত্মক রকমের আহত হয়েছিল। যারা পাশ্ববর্তী চাঁদপুর,মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের পর পরই দুই পক্ষ পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করে। 

আজ ৩১ই মার্চ রোজ রবিবার সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় এস আই( নিঃ)মো:সোহেল হোসেনের নেতৃত্বে কাঁচিকাটায় বিশেষ অভিযান চালিয়ে দুজন তালিকাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ইছহাক সরদার(৬৫) পিতা:ভোজন সরদার ও মোজাফফর সরদার(৬৬) পিতা:ওহাব আলী সরদার। 

এই বিষয়ে সখিপুর থানার এস আই(নিঃ)মোঃ সোহেল হোসেন বলেন,প্রথমেই অভিবাদন জানাই মাসুদুর রহমান স্যারকে যার দিকনির্দেশনায় আজকের অভিযান সাফল্যের চূড়ান্ত শিখরে। আমাদের সাথে যে সকল অফিসার ও ফোর্স ছিল তারা সকলেই খুব সাহসিকতার সাথে এই অভিযান পরিচালনা করেছে। দুর্গম চরে খুব বুদ্ধিমত্তার সাথে এই গ্রেফতার অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয় তা থেকে  নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। শান্ত কাঁচিকাটাকে অশান্ত করার লক্ষ্যে যারাই কাজ করেছে তাদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইছহাক সরদার ও মোজাফফর সরদার উভয়ই নুরুল আমিন দেওয়ান কর্তৃক মামলার ২৩ ও ৪৪ নাম্বার তালিকাভুক্ত আসামী।

জে এম রফিকুল সরকার/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর