বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

৬ ধরনের গবাদি পশু দিয়ে কোরবানি, ৭ শরিক আবশ্যক নয়

একটি গরু কোরবানিতে ৭ জন শরিক থাকা বা ৭টি নাম থাকা জরুরি বলে মনে করেন অনেকে। কিন্তু তাদের  এ ধারণা সঠিক নয়। সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরিক থাকার সুযোগ রাখা হয়েছে। তবে ৭ নাম বা ৭ শরিক রাখা আবশ্যক করা হয়নি।

উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা এ ৬ ধরনের গবাদি পশু দিয়ে কোরবানি করা যায়। তবে খাওয়া হালাল এমন যেকোনো পশু দিয়ে কোরবানি করা যায় না। যেমন হরিণ খাওয়া হালাল হলেও তা দিয়ে কোরবানি করা যায় না।

কোরবানিতে ৭ নাম থাকা আবশ্যক কি?

ছাগল, ভেড়া, দুম্বা এ ৩ পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। উট, গরু ও মহিষ এ ৩ পশু কোরবানিতে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে। অর্থাৎ ১ জন, ২ জন, ৩ জন থেকে শুরু করে সর্বোচ্চ ৭ জন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে।

একটি গরু বা মহিষ বা উট কোরবানিতে ৭ শরিক থাকা বা ৭টি নাম থাকা জরুরি নয়। যেমন ১টি গরু এক নামেও কোরবানি করা যায়। ২, ৩, ৪ বা ৫ নামেও কোরবানি করা যায়। এ রকম ক্ষেত্রে যে কয়জন শরিক থাকবে, সবাই ওই পশু কেনায় সমান অর্থ দেবে এবং গোশতও সমানভাবে ভাগ করে নেবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর