বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img

পরীক্ষায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিলো বাগেরহাটের এক কলেজ শিক্ষার্থীরা

বাগেরহাট জেলা প্রতিনিধি: সারা দেশে যখন কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিচ্ছে তেমনি বাগেরহাটের একটি কলেজের পরীক্ষার্থীরা ও সিদ্ধান্ত নিয়েছেন যত দিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করা সকল এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক, ছাত্র ও নিরপরাধ মানুষকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে তত দিন পর্যন্ত তারাও এইচএসসির পরীক্ষায় বসবে না।

পরীক্ষার্থীরা সবাই বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলী কলেজের চলমান ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। এবছর ফকিরহাট কাজি আজহার আলী কলেজ থেকে এ বছর তিন হাজার ৩৩২ জন শিক্ষার্থী চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে ফেসবুকে এমন পোস্ট বিভিন্ন গ্রুপে ঘোরাঘুরি করতে দেখা যায়। ফেসবুকে সেই বিবৃতিতে বলা হয়, আমরা কাজি আজহার আলী কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যত দিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক, ছাত্র ও নিরপরাধ মানুষকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তত দিন পর্যন্ত কাজি আজহার আলী কলেজের কোনও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

এম এস খালিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর