রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
spot_img

খুলনায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে পুলিশ সদস্য নি’হত

নিজস্ব প্রতিবেদক: খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

নিহত পুলিশ সদস্য সুমন ঘরামী (৩৬) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, সংঘর্ষে আমাদের ২০-২৫ জন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মো. সুমন নিহত হয়েছেন।

এম এস খালিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর