সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
spot_img

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সম্মেলন অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় এবং দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য ড. মুহাদ্দিস  এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দক্ষিণ ওলামা বিভাগের আমির, মাওলানা আবুল কাশেম, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল ইসলাম, প্রমূখ।

মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর