শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুুর্নীতিবিরোধী দিবস পালিত

তাজকিরতুল হক তানভীর, দিনাজপুর: ‘‘দূনীতির বিরদ্ধে তারুন্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’’ স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৪ পালন করা হয়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মো.আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল ইসলাম।

এসময় ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক এম.এ.কাইয়ুম, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর