শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি: উগ্রপন্থী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রাম আদালতে সরকারি আইনজীবি সাইফুল ইসলাম(আলিফ) কে হত্যার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলার মুল সড়ক সমুহু প্রদক্ষিন করে উপজেলা ডাকবাংলা মোড় ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে।  

নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওবাইদুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শাহাদত আলম, থানা মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম রব্বানী, ওলামা পরিষদের সদস্য মাওলানা মাহমুদ আলী, মাওলানা ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাহবুব প্রমুখ বক্তব্য দেন। 

বক্তারা বলেন-উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ও চট্রগ্রাম আদালতে সরকারি আইনজীবি সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের সাথে জড়িত সকলকে গ্রেফতার সহ তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

মোঃ আবদুর রাজ্জাক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর