বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img

চরভদ্রাসন উপজেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সহকর্মী ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে উপজেলার শ্রেষ্ঠ  সহকারী শিক্ষক ২য় বারের মত  নির্বাচিত করায় জাতীয় শিক্ষা পদক বাছাই কমিটি কে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরভদ্রাসন উপজেলার গাজীর টেক ইউনিয়নের চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। নিজ কর্মে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন।

আগামীতে তিনি যেন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।

সাজ্জাদ হোসেন/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর