ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে একটি স্পীডবোট পাঠানো হয়েছে।
২২ আগস্ট রোজ বৃহস্পতিবার চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমের উদ্যোগে সন্ধ্যা ৭ টার সময় চৌদ্দগ্রামের উদ্দেশ্যে একটি স্পীডবোট পাঠানো হয়েছে।
টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।
সাজ্জাদ হোসেন সাজু/এস আই আর