রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদানকারী ২ জনকে আটক করেছে র‍্যাব

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় প্রতারক চক্রের মূলহোতা নুরুল সহ তার সহযোগী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটককৃত আসামীরা হলো- নওগাঁ জেলার বদলগাছি উপজেলা গোরশাহী গ্রামের তছির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের আজু খাঁ এর ছেলে মোঃ কুদ্দুস খাঁ।

শুক্রবার (৫ এপ্রিল) র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল শুক্রবার গত ভোর রাত ০৩ ঘটিকার নওগাঁ জেলার বদলগাছি থানাধীন গোরশাহী এলাকা হতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ সহযোগীকে গ্রেফতার করা হয় ।

উল্লেখ্য যে, মোঃ নুরুল ইসলাম একজন প্রতারক সিন্ডিকেটের মূলহোতা। নুরুল ও তার সহযোগী কুদ্দুস র্দীঘদনি ধরে এ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণার সাথে জড়িত। মুলহোতা নুরুল চাকুরী প্রার্থীদের আশ্বস্ত করনে যে, তার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার ভাল সর্ম্পক আছে। তারা মিথ্যা আশ্বাস/ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

২০২৩ সালে বাংলাদেশ সোনাবহিনীতে নিয়োগ চলাকালে নুরুল ও কুদ্দুস সিন্ডিকেট চাকুরী প্রার্থী জনৈক ওমর ফারুক এর সাথে প্রতারণার মাধ্যমে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবধৈভাবে ১২,০০,০০/- (বার লক্ষ) টাকা চুক্তিতে নগদ ০৮ (আট) লাখ টাকা হাতিয়ে নেয় এবং একটি ভূয়া নিয়োগপত্র প্রদান করেন।

জৈনক ওমর ফারুক নিয়োগকৃত পদে যোগদান করতে গেলে ভূয়া নিয়োগ পত্রের বিষয়টি জানতে পেরে নুরুল ও কুদ্দুস এর বিরুদ্ধে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে প্রতারণার অভিযোগ করেন।

অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল প্রতারক চক্রের মূলহোতা মোঃ নুরুল ইসলাম ও সহযোগী কুদ্দুস খাঁ কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূলহোতা মোঃ নুরুল ইসলাম ও সহযোগী মোঃ কুদ্দুস খাঁ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর