সোমবার, মে ২০, ২০২৪
spot_img

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি রাখাল সাইফুল ইসলাম (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার রোকনপুর সীমান্তে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেয়া হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইফুল ইসলামের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে- এর আগে মঙ্গলবার রাতে বিএসএফের গুলিতে মারা যান সাইফুল ইসলাম। ওই রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করেন সাইফুল ইসলামসহ আরও কয়েকজন। এ সময় ভারতের ১৫৯-বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত
সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সামাদ আলী ওরফে হাসেন আলীর ছেলে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বিএসএফ মরদেহ ফেরত দেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় আইনী কার্যক্রম বিএসএফ শেষ করেছে।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর